ডেক্স রিপোর্টঃ
বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়ন গারুড়িয়া বাজারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে। শনিবার দুপুর ২টা ৩০মিনিট থেকে পিকআপ ভ্যানে করে কান্তা হাসান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সরকারি ব্যবস্থাপনায় এ পণ্য কার্যক্রম শুরু হয়। সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার জন্যে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য ক্রয় করতে আসা সাধারণ মানুষ ইউপি চেয়ারম্যান কাইয়ুম খানের প্রতিনিধি আলকাছের রোষানলে পড়ে অনেকে টিসিবি কার্ডে পন্য না নিয়ে ফেরত যেতে হয়েছে।
টিসিবির পণ্যের ভ্যান থেকে প্রতি কার্ডে চিনি ১কেজি, মশুরের ডাল ২কেজিএবং ভোজ্য তৈল ২ লিটার প্যাকেজে ৪১০ টাকা করে বিক্রি করা হচ্ছে। যা বর্তমান বাজার মূল্য থেকে কিছুটা সাশ্রয়ী হওয়া ইউপি চেয়ারম্যান কাইয়ুম খানে লোকজন প্রতিনিয়াত নিয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ডদারীরা পন্য না পাওয়া ইউপি সদস্য দুলাল ও সংরক্ষিত সদস্য নূর জাহান প্রতিবাদ করলে। ইউপি চেয়ারম্যান সহযোগী আলকাছ ইউপি সদস্যদের লাঞ্ছিত করে তাড়িয়ে দেন।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল বলেল, আমার ওয়ার্ডের ফ্যামিলি কার্ডদারীরা প্রতিনিয়াত শূন্য হাতে ফেরত যায়। আমিও মহিলা মেম্বার নূর জাহান পন্য না পাওয়ার কারন জানতে চাইলে চেয়ারম্যানের লোক আলকাছ মহিলা মেম্বার নূর জাহানের উপর ধাক্কা দিলে আমি বাধা দেই এমন কি চেয়ারম্যান সাহেব কে জানাই।
সংরক্ষিত ইউপি সদস্য নূর জাহান বলেন, চেয়ারম্যান কাইয়ুম খানের সহযোগী আলকাছ টিসিবির পন্য কার্ড ছাড়া নিয়ে যায় আমি বাঁধা দিল আমাকে শারিরীক ভাবে লাঞ্ছিত করে। আমি চেয়ারম্যানকে জানিয়েছি।
ইউপি চেয়ারম্যান কাইয়ুম খান বলেন উক্ত ঘটনা মেম্বারদের মাধ্যমে শুনেছি বিষয়টি আমি দেখবো।