ডেক্স রিপোর্টঃ
নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠী-শিমুলতলা সড়কের বনবিভাগের অবৈধভাবে অর্ধলক্ষ টাকার গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, জুরকাঠী গ্রামের আবদুল করিম মুন্সীর ছেলে মোঃ মতিন বনবিভাগের অবৈধভাবে অর্ধলক্ষ টাকার গাছ গাছের বেপারী মোঃ হান্নান খানের নিকট বিক্রি করে দেন। গাছের বেপারী মোঃ হান্নান খান গাছ কর্তন করলে। নলছিটি উপজেলা বনবিভাগের কর্মকতা কাতিকচন্দ্র মন্ডলের নির্দেশে মোঃইসমাইল হোসেন গাছ জব্দ করেন।