বাকেরগঞ্জে ব্যপক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে শারদীয় দূর্গা উৎসব শুরু,
জাহিদুল ইসলাম ///
বাকেরগঞ্জে প্রতি বছরের ন্যায় এবারেও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত্তম ধর্মীয় উৎসব দূর্গাপূজা এরইমধ্যে শুরু হয়ে গেছে। বেশ কয়েক বছর ধরে করোনা মহামারীর কারনে উৎসবের আয়োজন দ্যায়ছাড়া ভাবে সম্পন্ন হলেও এবারের পরিস্থিতি অনেক ভিন্ন। বাকেরগঞ্জ উপজেলা জুড়ে ৭৬ টি পূজা মন্ডপে ব্যপক উৎসব মুখর পরিবেশের আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের দূর্গা উৎসব। সে উপলক্ষে বাকেরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে রয়েছে কড়া নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি। প্রতিটি পূজা মন্ডপে সি সি ক্যামেরা স্থাপন সহ নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা পাহাড়া নিশ্চিত করা হয়েছে দুদিন আগ থেকেই। নিরাপত্তার দায়িত্ব পালনে থাকছেন আনসার সদস্য, পোশাকধারী পুলিশ ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করে এরইমধ্যে নিছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দফায় দফায় বিট ভিত্তিক মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সমন্বয়ে নিরাপত্তা মূলক সভা করে তাদের চাহিদা মোতাবেক নিরাপত্তা কর্মী নিয়োগ ও সকল মন্দিরে পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের মোবাইল নম্বর সন্মলিত ব্যনার ও লিফলেট বিতরণ করা হয়েছে। যে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীলদের সচেতনতার পাশাপাশি থাকছে ভ্রমমান পুলিশের একাধিক টিম। বিষয় টি সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন দৈনিক মুক্ত খবর ও সাপ্তাহিক অগ্রযাত্রা প্রতিবেদক জাহিদুল ইসলামকে জানান। এবারের দূূর্গাপূজায় অতিতের সকল রেকর্ড ভেঙে প্রতিটি মন্ডুপের জন্য নেওয়া হয়েছে করা নিরাপত্তা ব্যবস্থা, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি সনাতন ধর্মাবলম্বী সহ সকলকে নিবিঘ্নে ধর্মিয় উৎসবে অংশ নেবার পাশাপাশি যার যার অবস্থান হতে সচেতন থেকে দায়িত্বশীল হতে আহবান জানান।