দীর্ঘ ৯ বছর পর বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে সম্মেলন ঘিরে বেতাগী পৌর শহর এলাকা সেজেছে নতুন সাজে। সাঁটানো হয়েছে নেতাকর্মীদের একাধিক ব্যানার, ফেস্টুন ও পোস্টার। সম্মেলনকে কেন্দ্র করে উজ্জীবিত আওয়ামী লীগ নেতাকর্মীা। তাদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
দলীয় সূত্র মতে, উপজেলা পৌর শহরের বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে আজ মঙ্গলবার বেতাগী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ১২০ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে নতুন নেতা নির্বাচন করবেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবিরের সভপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকানের সঞ্চালনায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন উপস্থিত থাকবেন। উদ্বোধক জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।
এদিকে দীর্ঘদিন পরে উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব গঠনের সুযোগ হওয়ায় অনেক নেতাকর্মীরা ইতিমধ্যে পদ পেতে মরিয়া হয়ে ওঠেছেন। জেলা ও কেন্দ্রের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তাদের জোর লবিং-গ্রুপিং এখন শেষ পর্যায়ে। প্রত্যেক পদ প্রত্যাশী নেতাকর্মীদের শুভেচ্ছা ও পদ দাবি করে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যানার ফেস্টুন সাঁটানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাকর্মীর সমর্থকরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সম্মেলনের তারিখ ঠিক হওয়ার পর থেকেই দৌড়-ঝাঁপ করছেন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের কাছে।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৩ সালে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দুই বছর ২০১৫ সালে আলহাজ্ব এবিএম গোলাম কবিরকে সভাপতি ও মাকসুদুর রহমান ফোরকানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে একটানা ৭ বছর কাটিয়ে দেন।
এদিকে সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে। গোটা পৌর শহরে টানানো হচ্ছে শুভ কামনার পোস্টার ও ব্যানার। নির্মাণ করা হয়েছে তোরণ। সম্মেলন ঘিরে চলছে সকল ধরনের প্রস্তুতি। চায়ের দোকানে আলোচনার ঝড় বইছে।
এবারের সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবির সভাপতি পদে একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। তবে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকানের পাশাপাশি সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থিতা ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু , উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং বেতাগী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. হুমায়ুন কবির এবং উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পাভেল।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ও সাধারণ সম্পাদক প্রার্থী মশিউর রহমান পাভেল বলেন, অনেক বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের মাধ্যমে দল আরও সুসংগঠিত ও সুদৃঢ় হবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানীত হয়ে দলের দুঃসময় থেকে শুরু করে এখনও একজন সাধারণ কর্মী হিসাবে নেতা কর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। আমি আশা করি দলীয় হাইকমান্ড আমাকে মূল্যায়ন করবে।’
সম্মেলন বিষয়ে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, দীর্ঘ ৯ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সম্মেলন সফল করতে আমরা ছয়টি উপ-কমিটি গঠন করেছি। নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে। ‘
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির বলেন, ‘ দীর্ঘদিন পর অনুষ্টিত এই সম্মেলন নেতা-কর্মীদের মধ্যে নানা প্রত্যাশার সৃষ্টি করেছে। এবারের সম্মেলনে সৎ এবং ত্যাগী নেতারা মূল্যায়িত হবেন বলে আমি আশা করছি।
দলকে পরিবর্তন ও আগামী প্রজন্মকে আওয়ামী লীগের আদর্শের প্রতি অনুপ্রেরণা যোগাতে সভাপতি ও সাধারন সম্পাদক পদে যোগ্য নেতৃত্ব আসুক এমনটা প্রত্যাশাা করেন ত্যাগি নেতা-কর্মীরা।