ডেক্স রিপোর্টঃ
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় সদর রোড নবারুন প্লাজার ২য় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৪৩ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ আলাউদ্দীন মিলন, পৌর আওয়ামীলিগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মশিউর রহমান জমাদ্দার,মাহফুজ খান লিমিটেডের পরিচালক (মাফুজ খানের ছেলে) ইঞ্জিনিয়ার রাফসান রাফি,রতনা আমিন মহিলা কলেজের অধ্যাপক ও বাকেরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি জাকির জমাদ্দার,উপশাখা ম্যানেজার মোঃ মিজানুর রহমান,অফিসার মোঃ জামাল উদ্দীন সজিব,মোঃ ফয়সাল সহ ব্যাবসায়ী এবং সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন। উল্লেখ্য দির্ঘ ২৭ বছরের পথ চলা ও মানুষের সেবা প্রদানে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭২ টি শাখা রয়েছে। বাকেরগঞ্জে এ ব্যাংকটি উদ্বোধনের ফলে মানুষ ভালো সেবা পাবে বলে বক্তারা উল্লেখ করেন।