বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের মাদক বিরোধী অভিযানে ৬৮ বোতল বিদেশি মদসহ মো. জাফর (৩৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি তিন-চাকার ট্যাক্সি জব্দ করেছে পুলিশ।
রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘুমধুমের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানার নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) পাভেল মল্লিকসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়।
আটক জাফর কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ২ নম্বর ক্যাম্পের জামাল হোসাইনের ছেলে।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানা বলেন, এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে। মাদক কারবারীদের কোনো ছাড় দেওয়া হবে না।