ডেক্স রিপোর্টঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ১৬ আগস্ট বিকেল ৫ টায় ফরিদপুর ইউনিয়নের তহশিল অফিসের নথি চুরির অভিযোগে সাকিব (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
এই বিষয়ে ফরিদপুর তহশিল অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা মো: নাসির উদ্দিন হাওলাদার জানান, ফরিদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সোবাহান হাওলাদারের স্ত্রী রাহিমা ঝাড়ুদার হিসেবে কর্মরত। গ্রেফতারকৃত সাকিব তার মায়ের সুপারিশে ভূমি অফিসে নাইটগার্ড হিসেবে তিন মাস যাবত কর্মরত রয়েছেন। আজ সকালে অফিসে ফাইল খুজে না পেলে সন্দেহ হয়। সাকিবকে তখনি ফোন করে মোবাইল বন্ধ পাই। স্থানিয় চৌকিদারি সোহাগের সহযোগীতায় চোর সাকিবকে আটক করে অফিসে আনা হয়। সাকিবকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায় ভোজমহল গ্রামের খলিল তাকে দিয়ে নথি চুরি করিয়েছেন। এরপরে থানায় ফোন দিয়ে চোর সাকিবকে পুলিশ হেফাজতে রাখা হয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সত্যরঞ্জন খাসকেল জানান, তহশিলদার নাসির উদ্দিন বাদী হয়ে সাকিবের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।