নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালীতে অভিনব কায়দায় আমের বাক্সে ফেনসিডিল পাচারের সময় ৭২ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি মো: ছালাম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ আগস্ট) বিকেলে পটুয়াখালি সদর উপজেলা পরিষদ সংলগ্ন ডিবুয়াপুর সড়ক থেকে একটি ইজিবাইক সহকারে তাকে গ্রেপ্তার করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর মো: হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল আজ বিকেলে এই অভিযান চালায়।
ইজিবাইকটি হেতালিয়া বাধঘাট থেকে ২ নম্বর বাধঘাটের দিকে যাবার পথে ডিবুয়াপুর সড়কে পুলিশ আটক করে। এ সময় ইজি বাইকের মধ্যে থাকা আমের প্লাস্টিকের বাক্স তল্লাশি চালিয়ে ৭২ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সিরাপ উদ্ধার করে।
গ্রেপ্তার করা হয় ইজিবাইক চালকরুপি মাদক কারবারি মো: ছালাম খানকে।পুলিশ জানিয়েছে, তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের উত্তর হাজিখালী গ্রামে।
পুলিশের কাছে স্বীকারোক্তিতে ওই অভিযুক্ত জানায়, তার এই ফেনসিডিল মাদক চালানোর সাথে ইউসুফ নামে আরও একজন মাদক কারবারি জড়িত রয়েছে। তার বাড়ি ও একই এলাকায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সে আগেই পালিয়ে যায়। তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে