ডেস্ক নিউজঃ
বরিশাল বাকেরগঞ্জে সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে মাটি কাটায় ৫ জনকে গ্রেপ্তার করে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আটককৃতরা হলেন মো. শাহিন গোলদার (৩০), কবির সানা, মো. আসাদ গাজী (৩৫), মো. শহিদুল সরদার (৪৫) ও মো. জিয়ারুল গোলদার (৩০)।
সোমবার (১লা আগস্ট) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এ জরিমানা করেন।
সুত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করে উপজেলার কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রামে একটি সিন্ডিকেট দীঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে অভিযানে নামেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।
অভিযানে তিনি উপজেলার সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে মাটি কাটায় ৫ জনকে গ্রেপ্তার করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রত্যেকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।