ডেক্স রিপোর্টঃ
বাকেরগঞ্জ উপজেলার ১০নং গারুড়িয়া ইউপি নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছে জনপদ। এরই ধারাবাহিকতায় জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এস এম কাইয়ুম খানের ব্যাপক গনসংযোগ করা হয়েছে। ইসি কর্তৃক নির্বাচনের ঘোষনার পর থেকেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশগ্রহনমূলক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন এই নেতা। ইউপি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কাইয়ুম খানের গণসংযোগ জোরদার করতে দেখা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল ২৪শে মার্চ বুধবার গারুড়িয়া ইউনিয়নের কাটাখালি,ঢালী বাড়ি,নীলগঞ্জ বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন ও গনসংযোগ করেছেন। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটেছে। এতে স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যাক্তিগন চেয়ারম্যান প্রার্থী কাইয়ুম খানের গুনাবলি উল্লেখ করে বক্তব্যে দিয়েছেন। বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী কাইয়ুম খানের করোনাকালীন সময়ে অত্র ইউনিয়নের হতদরিদ্র-আসহায় জনগোষ্ঠীর সাহায্যে, ত্রান ও অর্থ ব্যয় করার কথা উল্লেখ করেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনউদ্দিন তালুকদার মিন্টু,উপজেলা অাওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম তারেক,৩নং ওয়ার্ড অাওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার খান,এ কে এম আজাদ মোল্লা, মোঃ জাফরউল্লা মাসুম,রফিকুল ইসলাম খান, ইউপি সদস্য মামুন খান প্রমুখ। সভায় চেয়ারম্যান প্রার্থী আগত জনতার উদ্দ্যেশ্যে বলেন,গারুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে অত্র ইউনিয়নের মানুষের সুখে-দুঃখের বন্ধু হয়ে পাশে থাকবো। জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন, অগ্রগতিতে কাজ করে যাবো। সততা ও ন্যায় নিষ্ঠতাই আমার পুঁজি। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। জনগণের ভালবাসাই আমার আগামী দিনের পথচলার অনুপ্রেরণা আমি মনে করি। গারুড়িয়া ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ চেয়ে তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।