ডেক্স রিপোর্টঃ
বাকরগঞ্জে থানা পুলিশের উদ্যোগে মাক্স ও লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের আহবান মাক্স পরে বাইরে যান-এই প্রতিপাদ্যকে সামনে সারা
দেশের ন্যায় বাকেরগঞ্জেও এ কর্মসূচি পালিত হয়েছে।বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলনে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি
তদন্ত নকীব আকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ডাকুয়া, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন,উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক বিপ্লব মিত্র, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন প্রমূখ।
বাকেরগঞ্জ থানা থেকে রেলী শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় থানায় গিয়ে শেষ হয়। এসময় রাস্তার পথচারী, অটোরিক্সা চালক, বাস গাড়ির যাত্রীদের মাঝে মাক্স ও লিফলেট বিতরণ করা হয়।