ডেক্স রিপোর্টঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ব্যবস্থাপত্রের সরকারি ঔষধ পাচ্ছেন না রোগীরা।
অভিযোগ সূত্রে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরোজমিনে দেখা যায় খলিলুর রহমান (৩৫)নামে এক রুগী বহিঃ বিভাগ থেকে টিকিট সংগ্রহ করে ২নং রুম ডাক্তার দেখালে তিনি রুগীকে ফিক্সোকার্ড (৫০মিলিগ্রাম) ইসোনিক্স (২০মিলিগ্রাম)ঔষধ ব্যবস্থাপত্রে লিখে দিলে। রুগী খলিলুর রহমান
ঔষধ বিতরণ কাউন্টারে গিয়ে টোকেন ও ব্যবস্থাপত্র দিলে কর্মরত ফার্মসিস্ট মোস্তাফিজুর রহমান
ইসোনিক্স২০ মিলিগ্রাম না দিয়ে ফিক্সোকার্ড ৫০ মিলিগ্রাম দিয়ে দেয়। রুগী খলিলুর রহমান ইসোনিক্স (২০ মিলিগ্রাম) ঔষধ চাইলে মোস্তাফিজ বলে সাপ্লাই নাই ।
স্টোর কিপার মামুন বলেন ইসোনিক্স (২০ মিলিগ্রাম) স্টোর রুম থেকে দেয়া হয়েছে।
অভিযুক্ত ফার্মাসিস্ট মোস্তাফিজুর রহমান বলেন, ইসোনিক্স (২০ মিলিগ্রাম) সাপ্লাই ছিলনা তাই দিতে পারিনি। রুগী আসার ১ঘন্টা পূর্বে (১১টা ৩০ মিনিটের সময়) ঔষধ স্টোর থেকে আনা হয়েছে।
রুগী খলিলুর রহমান বলেন আমি ১২টা ৩০মিনিটের সময় ঔষধ বিতরণ কাউন্টার থেকে সংগ্রহ করে থাকি । তিনি ইসোনিক্স (২০ মিলিগ্রাম) না দেয়ায় তাকে প্রশ্ন করলে তিনি সাপ্লাই নাই বললে আমি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোনায়েম স্যারের কাছে অভিযোগ দেই। বাকেরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোনায়েম তিনি বলেন ফার্মাসিস্ট মোস্তাফিজ ও অফিস সহায়ক তারিকুলকে কাগজের টোকেনে যে ঔষধ লেখা থাকবে সেটাই দিতে হবে। আগামীতে এ রকম অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত মোস্তাফিজ দীর্ঘদিন ধরে ব্যবস্থাপত্রের সাথে টোকেনের ঔষধ না দিয়ে তিনি রেজিস্টার খাতা পূরণ করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারাদের নিকট অভিযুক্ত মোস্তাফিজের বিরুদ্ধে তদন্ত পূর্বক বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।