বরিশালের খবর স্পোর্টস ডেস্ক :
চট্টগ্রাম টেস্টে হারের পর ঢাকা টেস্ট দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। তবে সিরিজে ফেরার মিশনে টস ভাগ্যটা যায়নি বাংলাদেশের পক্ষে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।
চোটের কারণে এই টেস্টে দুটি বাধ্যতামূলক পরিবর্তন আনতে হয়েছে বাংলাদেশকে। সেই সঙ্গে মুস্তাফিজুর রহমানকেও একাদশে রাখেনি স্বাগতিকরা। একাদশে জায়গা পেয়েছেন আবু জায়েদ রাহি, মোহাম্মদ মিঠুন এবং সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ- মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ চৌধুরী রাহি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ- ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেইন মোসলে, ক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), রাখিম কর্নওয়াল, আলঝারি জোসেফ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিক্যান ও কাইল মায়ের্স।