জাহিদুল ইসলাম ///
বাকেরগঞ্জ উপজেলার অবহেলীত জনপদ খ্যাত ৬নং ফরিদপুর ইউনিয়নে, বর্তমান চেয়ারম্যান হাজী শফিকের হাত ধরে উন্নয়নের জোয়ারে ভাসছে ফরিদপুর। চারদিকে নদী বেষ্টিত একদা অপরাধীদের নিরব আস্তানা খ্যাত এই ইউনিয়নে বর্তমান পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি উন্নত, তার আমলেই অন্ধকার আসন্ন ফরিদপুর ইউনিয়ন আজ আলোকিত। দিন রাত পরিশ্রম ও মেধার সন্বন্নয়ে এলাকায় এনেছেন অমূল পরিবর্তন। তার সে অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক বার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে পুরস্কৃত হয়ে চমকে দিয়েছেন সবাইকে। বর্তমানে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হয়েছে সরসী পুলিশ ফাঁড়ি, জন সাধারণের সুবিধার কথা বিবেচনা করে নির্মিত হয়েছে অত্যাধুনিক ইউনিয়ন পরিষদ ভবন, নতুন রাস্তা হয়েছে প্রায় ৪০ কিঃমিঃ, ব্রিজ কালভার্ট-১৯টি, কলেজে ভবন ১টি, হাইস্কুলে ভবন ২টি, ইছাপুরায় একটি ও কাকরধায় একটি, রঘুনাথদ্দী মাদ্রাসায় পাঁচতলা ভবন একটি সহ এলাকায় প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বর্তমান সরকারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী বাতা সহ নানান সুবিধা বার্তা, অসচ্ছল কৃষকদের সহায়তার জন্য নিয়েছেন নানান পদক্ষেপ, ব্যবসায়ীদের জন্য ব্যাংক বীমা সুবিধা সহ রয়েছে সব রকমের আধুনিক ব্যবস্থা। টি আর খাবিবা প্রকল্পের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে এলাকায় এসেছে অমূল পরিবর্তন। আর সেই পরিবর্তনের অঙ্গিকার নিয়েই তারপথ চলা। করোনা কালিন সকল বিতর্কের উর্ধ্বে থেকে সরকারি সহায়তা সাধারণ মানুষের মাঝে বিতরণ নিশ্চিত করার পাশাপাশি নিজের ব্যাক্তিগত তহবিল থেকে এক হাজারের বেশি মানুষের মাঝে চাল, ডাল,আলু,তেল সাবান বিতরণ করেন। এতে এলাকার মানুষের মাঝে তার প্রতি ব্যপক আস্থা ও জনপ্রিয়তা বৃদ্ধি পায়। তার সে জনপ্রিয়তায় ভীত হয়ে। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে কতিপয় সুবিধাবাদী কুচক্রী মহল তার বিরুদ্ধে আপ্রপ্রচারে মেতে উঠছে। এ বিষয় তিনি সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসার কাছে ঋনী বলে জানান, মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছি কোনো প্রকার প্রতিদানের প্রত্যাশা ছাড়াই। ভবিষ্যতেও সুযোগ পেলে এ ইউনিয়নটিকে তিনি একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করার ইচ্ছে ব্যক্ত করে সকলের দোয়া ও সহায়তা কামনা করে বলেন কুচক্রী মহল অতীতে ও ছিলো বর্তমানেও আছে, ভবিষ্যতে ও থাকবে এ নিয়ে বিচলিত হবার কিছু নেই। মহান আল্লাহর উপর ভরসা রেখেই সৎ ও ন্যায়ের পথে থেকে ইমানের সাথে দায়িত্ব পালন করে যাবো। যারা কুৎসা রটনায় মশগুল ওদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি ক্ষমা ও মহত্ত্ব আমার মজ্জাগত প্রতিহিংসার রাজনীতিতে আমি বিশ্বাসী নয়। আমি আল্লাহর রহমতে যতদিন বেঁচে আছি ততদিন মানুষের সেবা করে যাবো। যারা আমার বিরুদ্ধে অপ্রপ্রোচার মিথ্যাচারে লিপ্ত ওরা মূলত নিজেদের অপকর্ম আড়াল করতেই প্রলাপ বকছেন। এদের মধ্যে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন হত্যা মামলার আসামী সহ অনেকেই এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, আমার বিরুদ্ধে ওদের এ জগন্য কাজের তিব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাই।